দিন যাচ্ছে, এগিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষ্যে তৃণমূল বিএনপি`র মনোনয়ন বিক্রিও এগিয়ে চলেছে। মনোনয়ন ফর্ম গ্রহনের দ্বিতীয় দিনে ঢাকা-১০ (ধানমন্ডি) আসনের মনোনয়ন পেলেন ফ্রান্স প্রবাসী হায়দার আলী বেপারী। দ্বিতীয় দিনে ৬১ টি সহ তিন দিনে মোট প্রদত্ত মনোনয়নপত্রের সংখ্যা দাঁড়ায় ২০১ টিতে।
দ্বিতীয় দিনে ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র গ্রহণ করে সাড়া ফেলে দিয়েছেন হায়দার বেপারী। দোহার - বানাঘাটার সন্তান হায়দার ব্যাপারী ছাত্রজীবনে বিএনপি`র রাজনীতি দিয়ে শুরু হয়। জয়পাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলে যুক্ত হন ১৯৯৯ সালের দিকে। সক্রীয় ও নিবেদিতপ্রাণ কর্মী হওয়ার বদৌলতে ২০০২ সালের দিকে তাকে ছাত্রদলের কলেজ ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বহাল করা হয়।
তখন থেকেই তিনি সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার আস্থা ভাজন ছিলেন। বর্তমানে অল ইউরোপিয়ান ইউনিয়ন তৃনমূল বিএনপি`র সভাপতি হিসেবে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম।
ইতিপূর্বে ২০১৮ নির্বাচনে ব্যারিস্টার নাজমুল হুদার পক্ষে ফ্রান্স জুড়ে প্রচারণা চালিয়ে বেশ আলোচিত হন হায়দার বেপারী। ইউরোপের সকল তৃনমূল বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে ইউরোপে দলটির ভিত মজবুত করার জন্য নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তিনি।
২০০৭ সালে ফ্রান্সে আসা হায়দার বেপারী ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপি`র জীবন, দর্শন ও রাজনৈতিক আদর্শকে পছন্দ করেন বলে এ দলে যোগদানের পর থেকেই সমান সক্রিয়তার সাথে কাজ করে আসছেন।
মনোনয়ন পাবার পালা শেষ। নির্বাচনে যদি গুরুত্বপূর্ণ এ আসনে নির্বাচিত হন, তবে তিনি গোটা ধানমন্ডির চেহারা ইউরোপের আদলে বদলে দিতে চান ১৭ বছর যাবৎ ইউরোপে বসবাস করা প্রার্থী হায়দার বেপারী। নিজ চোখে ইউরোপের নানা দেশের আদলে অফিসিয়াল ও পুলিশী নিরাপত্তাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ঠ উৎসাহব্যঞ্জক পরিকল্পনা তার রয়েছে বলে তিনি জানান।
জাতীয় স্বার্থের ব্যাপারে তার অগ্রাধিকারভিত্তিক খাত হল মানবাধিকার, শিক্ষার মান ও সুস্থ রাজনীতি- এ খাত গুলোতে তিনি ব্যাপক সংষ্কার করতে আগ্রহী। রাজনীতির পাশাপাশি ফ্রান্সে ও বাংলাদেশে হায়দার বেপারী সামাজিক ও আঞ্চলিক সহযোগিতামূলক কর্মকান্ডেও জড়িত রয়েছেন। ২০০৭ সালে প্যারিসে আসার পর থেকেই ২৫ বছর আগে প্রতিষ্ঠিত দোহার নবাবগঞ্জ ঐক্য পরিষদ, ফ্রান্সের সাথে যুক্ত হন - এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন।
প্রবাস জীবনের শুরুটাই তার কর্মজীবনের শুরু। রেস্টুরেন্ট এ কাজের মাধ্যমে শুরু হলেও- বর্তমানে রেস্টুরেন্টের স্বত্বাধিকারি হিসেবে চালিয়ে যাচ্ছেন ব্যবসায়িক কার্যক্রম। হায়দার বেপারী বলেন, দেশের উন্নয়নে সকল স্বার্থের উর্ধ্বে উঠে কাজ করতে প্রস্তত তিনি ও তার তাঁর দল।
একুশে সংবাদ/এন.আই.প্র/জাহা