রাজধানীর বাংলামোটরে চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাতক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এর আগে রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া এলাকায় অছিম পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। এতে সবুজ (৩০) নামে রমজান পরিবহনের এক বাসচালক দগ্ধ হয়েছেন।
একই ঘটনায় অছিম বাসের চালক ও হেল্পার আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য পৃথক দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (০৫ নভেম্বর) ভোরে মেরাদিয়া এলাকার বাশপট্টি এলাকায় বাসটি পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে থাকা রমজান পরিবহনের চালক সবুজ দগ্ধ হন।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

