এশিয়া কাপে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়ে লিটন দাসরা টুর্নামেন্ট শুরু করল দারুণভাবে।
আবুধাবিতে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরু থেকেই বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তারা করতে পারে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে নিজাকাত খানের ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন দুইটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম (১৪) ও পারভেজ হোসেন ইমন (১৯)। পরে লিটন দাস ও তাওহিদ হৃদয় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। লিটন খেলেন ঝলমলে ৫৯ রানের ইনিংস, হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে। জয় থেকে মাত্র ২ রান দূরে থাকতে আউট হন লিটন, তবে কাজ শেষ করে আসেন হৃদয়।
১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগাররা। একই সঙ্গে ২০১৪ সালের বিশ্বকাপে হংকংয়ের কাছে হারের পুরোনো ক্ষতও মুছে দিল বাংলাদেশ।
একুশে সংবাদ/এ.জে