জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের পর পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহন চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া ছাত্রদলকর্মীরা ‘প্রহসনের নির্বাচন মানি না’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘জাকসু নির্বাচন বর্জন’সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদল নেতাদের অভিযোগ, ভোটের প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ঘটেছে। এর মধ্যে রয়েছে আঙুলে অমোচনীয় কালি ব্যবহার না করা, ভোটার তালিকায় ছবি না থাকা, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো এবং বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের প্রতিনিধি প্রবেশে বাধা দেওয়া। এসব কারণে নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে দাবি তাদের।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমরা শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু সকাল থেকেই আমাদের প্রার্থীদের এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। প্রার্থীদের হেনস্তাও করা হয়েছে। আমরা দ্রুত নতুন করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় জাকসু নির্বাচন চাই।”
উল্লেখ্য, বিকেলে ছাত্রদল সমর্থিত প্যানেল প্রথমে ভোট বর্জনের ঘোষণা দেয়। একই অভিযোগে নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী তিন শিক্ষক। রাতের দিকে আরও চারটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোট বর্জন করেন।
একুশে সংবাদ/এ.জে