AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ৪৭১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৪ পিএম, ২৬ আগস্ট, ২০২৫

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা ৪৭১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী সংখ্যা নির্ধারিত হয়েছে ৪৭১ জনে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করে।

তালিকা অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্পাদক পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ১৩টি সদস্য পদে, যেখানে মোট ২১৭ জন প্রার্থী রয়েছেন। এভাবে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ৪৭১ জন।

প্রাথমিক মনোনয়ন জমা দেওয়ার পর ২৮ জন স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!