AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-কমিটি গঠন


Ekushey Sangbad
ডিআইইউ প্রতিনিধি
০২:০৭ পিএম, ৩ আগস্ট, ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-কমিটি গঠন

২০২৫-২৬ সেশনের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগের উপ-কমিটি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার (২ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতি ইউসুফ আহমাদ মানসুর এ কমিটির অনুমোদন দেন। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগের সম্পাদক আরিফুল ইসলাম লিখনের প্রস্তাবনায় এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমানের সুপারিশক্রমে কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব স্কলার্সের নূরে আলম সিদ্দিকী। সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শামীম মাতুব্বর।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—সাংগঠনিক সম্পাদক: এনায়েত বিন নাসির (স্টেট ইউনিভার্সিটি), প্রশিক্ষণ ও দাওয়াহ সম্পাদক: ইয়াকুব আলী (স্টামফোর্ড), তথ্য ও গবেষণা সম্পাদক: কাজী মুহাম্মদ রুহিন (আইইউবি), অর্থ ও কল্যাণ সম্পাদক: আবু সাইদ আসাদ (নর্দার্ন ইউনিভার্সিটি), উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক: এস. কে. সাব্বির (নর্থ সাউথ), প্রচার ও মিডিয়া সম্পাদক: আশরাফুল ইসলাম (ডিআইইউ), প্রকাশনা ও দফতর সম্পাদক: আহসানুল হক সোহান (নর্দার্ন), আইন ও ছাত্র অধিকার সম্পাদক: আলবিৎ হাসান (ড্যাফোডিল), ক্রীড়া ও পাঠচক্র সম্পাদক: তাসরিফুর রহমান (ইস্ট ওয়েস্ট) এবং ছাত্র কল্যাণ সম্পাদক: আবু সাইদ (ডিআইইউ)। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের দায়িত্বে আছেন কামরুল ইসলাম (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটির সাব্বির আহমাদ ও আহসানউল্লাহ ইউনিভার্সিটির আব্দুল্লাহ আশ শাকুর।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন উপ-কমিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা-ভিত্তিক ছাত্র নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে। ক্যাম্পাসভিত্তিক দাওয়াহ, মানবিক সহায়তা, বিতর্ক ও সাহিত্যচর্চা, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তন আনতে চায়।

সংগঠনের ভাষ্য মতে, এ কমিটির মাধ্যমে ইসলামী চিন্তা ও আদর্শের চর্চা আরও বেগবান হবে এবং নতুন প্রজন্মকে সৎ, চিন্তাশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!