সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, ছাত্র সংসদ গঠন ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
শনিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে এসময় সংগঠনটির সেক্রেটারি ইউসুব আলী, অফিস সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা, আন্তর্জাতিক ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলি সহ অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে তারা ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে, করতে হবে’, ‘জুলাইয়ের অঙ্গীকার, করতে হবে সংস্কার’ ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কি দরকার’, ‘ইবিতে ছাত্র সংসদ, চালু করো, করতে হবে’, ‘জুলাইয়ের প্রশাসন, নিশ্চিত করবে আবাসন’ ও ‘নাপা সেন্টারের ডাক্তার, করতে হবে সংস্কার’ সহ বিভিন্ন স্লোগান দেয়।
সংগঠনটির সেক্রেটারি ইউসুব আলী বলেন, এক বছরে বিশ্ববিদ্যালয় তেমন কোনো মৌলিক সংস্কার করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে এখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় হয়নি বরং আমরা দেখেছি ভাইয়ের লাশ। ক্যাম্পাস সংস্কারে প্রশাসন যদি কোনোধরনের তালবাহানা করে তাহলে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনের মসনদ তছনছ করে দিবে।
শাখা সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা ভেবেছিলাম জুলাইয়ের পরে আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি। এরমধ্য দিয়ে তারা জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এছাড়া ক্যাম্পাসে আমাদের ভাইয়ের লাশ পাওয়া গেলেও এর নির্ভরযোগ্য কোনো ফুটেজ পাওয়া যায় না। এদিকে আইনের দোহাই দিয়ে প্রশাসন ছাত্র সংসদ গঠনের পদক্ষেপ নিচ্ছে না। ক্যাম্পাস সংস্কারের বিষয়ে কোনোরকম তালবাহানা চলবে না।
একুশে সংবাদ/এ.জে