AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনের মাউন্দে কোস্ট গার্ডের অভিযানে একনলা বন্দুক ও কার্তুজ জব্দ



সুন্দরবনের মাউন্দে কোস্ট গার্ডের অভিযানে একনলা বন্দুক ও কার্তুজ জব্দ

সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবনসংলগ্ন মাউন্দে নদীর তীরে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি অভিযানিক দল বুধবার (৩০ জুলাই) রাতে মাউন্দে নদীসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একজন ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযানে থাকা দল তাকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ওই ব্যক্তি সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই ব্যাগ তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

 

একুশে সংবাদ/বা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!