AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে উত্তাল বাকৃবি, অনুষদীয় গেটে তালা



কম্বাইন্ড ডিগ্রির দাবিতে উত্তাল বাকৃবি, অনুষদীয় গেটে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অনুষদের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন।

বুধবার (৩০ জুলাই) টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল শেষে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ডিন অফিসে তালা দাও’, ‘এক দুই তিন চার, ফ্যাকাল্টি গেটে তালা দাও’সহ নানান স্লোগান দিতে থাকেন।

এসময় নাম প্রকাশে অনিচ্ছুক পশুপালন অনুষদের এক শিক্ষার্থী জানান, ‍‍`দিনের পর দিন আমরা চাকরি ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। এক দেশ এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি, আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছপা হবো না। প্রশাসনকে এখনই বাস্তব পদক্ষেপ নিতে হবে। নাহলে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে।‍‍`

পরবর্তীতে দুপুরে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির দাবির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেয় বাংলাদেশ ভেটেরিনারি অনুষদ ছাত্রসমিতি, বাকৃবি। এ সময় করতালির মাধ্যমে তাদের স্বাগত জানায় পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

এসময় ভেটেরিনারি অনুষদীয় ছাত্রসমিতির ভিপি মো. মোরসালিন বলেন, একজন উদ্যোক্তা বা খামারির তার পালিত গবাদি পশু-পাখির জন্য যেমন চিকিৎসা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন, তেমনি প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। শুধুমাত্র কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির গ্র্যাজুয়েট দিয়েই উভয় চাহিদা মেটানো সম্ভব। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং প্রাণিসেবা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে বাকৃবিতে সমন্বিত ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি।


একুশে সংবাদ/এ.জে

Link copied!