কোটচাঁদপুরে মোটরসাইকেল, পিকাপ ভ্যান আর আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে স্থানীয় কোটচাঁদপুর চুলকানি বাজার সড়কের ঘাঘা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১.৩০টায় চুলকানি বাজারের দিক থেকে আসছিল ঔষধ কোম্পানির একটি পিকাপ ভ্যান। বিপরীত দিক থেকে আসছিল ধানবোঝাই আলমসাধু। পথিমধ্যে ঘাঘা নামক স্থানে পৌঁছালে হঠাৎ দুই গাড়ির মধ্যে চলে আসে মোটরসাইকেল। এ সময় তারা মোটরসাইকেল বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে করে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী চঞ্চল হোসেন (৩৮) ও তার স্ত্রী রুনা খাতুন (২৫)। তাদের বাড়ি কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামে। বর্তমানে তারা যশোর হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় গুরুতর আহত আরেকজন পিকাপ ভ্যানের ড্রাইভার মোজাম আলী (৪৫)। তিনি চিকিৎসাধীন রয়েছেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।
খবর পেয়ে কোটচাঁদপুরের তালসার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) তবিবুর রহমান ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যান ও আলমসাধু উদ্ধার করে ফাঁড়ি হেফাজতে রেখেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের কোনো সন্ধান পাননি বলে জানিয়েছেন।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে