জুলাই স্মৃতি স্মরণে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। তারই অংশ হিসাবে আজকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (১৬ জুলাই) যোহর নামাজ পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম সহ বিভিন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ জালাল উদ্দীন। মোনাজাতে শহীদ দের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের কে শহীদের মর্যাদায় কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এস.এম আব্দুল আওয়াল বলেন, আজ আমরা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে সমবেত হয়েছি। গতবছর এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন, আমরা দেখেছি আবু সাঈদ কিভাবে দু-হাত প্রসারিত করে আত্মত্যাগ করেছিল যা সাহস ও প্রতিবাদের প্রতীক। বাংলাদেশে বায়ান্নর ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, ২৪ এর জুলাই আন্দোলন সকল ক্ষেত্রে সবচেয়ে যাদের ভূমিকা বেশি তারা হলো আমাদের ইয়াং জেনারেশন তথা আমাদের ছাত্রসমাজ। আমি জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। শহীদদের স্মরণে ও তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের কর্মসূচিকে সময়োপযোগী বলে মনে করেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে