AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে প্রথমবারের মতো ‘স্পিকআপ’ ওয়ান টু ওয়ান লার্নিং সেশন


Ekushey Sangbad
ওবায়দুল্লাহ,কুবি প্রতিনিধি
১০:৪৭ এএম, ৮ জুলাই, ২০২৫

কুবিতে প্রথমবারের মতো ‘স্পিকআপ’ ওয়ান টু ওয়ান লার্নিং সেশন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী একটি ব্যক্তিগত দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম—‘স্পিকআপ’ ওয়ান টু ওয়ান লার্নিং সেশন। বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাব এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আগামী শুক্রবার, ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই বিশেষ সেশনে শিক্ষার্থীরা হোস্টিং, পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন বিষয়ে সরাসরি প্রশিক্ষণ পাবেন। একেবারে ব্যক্তিগত পর্যায়ে একজন শিক্ষার্থীর দুর্বলতা ও দক্ষতা বিশ্লেষণ করে উপযুক্ত পরামর্শ, নির্দেশনা ও সমাধান দেওয়া হবে।

আয়োজকদের মতে, অনেক শিক্ষার্থী নিজেদের প্রতিভা সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় হতাশায় ভোগেন। এই সমস্যা কাটিয়ে ওঠার লক্ষ্যেই ‘স্পিকআপ’ সেশন। এতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাস বৃদ্ধি, উপস্থাপনার কৌশল উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অপরিহার্য সফট স্কিল অর্জনের সুযোগ পাবেন।

স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক হাছিন মাহতাব মাহিন বলেন, “আমরা প্রচলিত ক্লাব কার্যক্রমের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের প্রকৃত অর্থে দক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই ওয়ান টু ওয়ান লার্নিং সেশন চালু করেছি। শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্ন ও দুর্বলতার উত্তর খুঁজে দেওয়াই আমাদের লক্ষ্য।”

সেশনটিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। আয়োজকরা জানান, এটি হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রকাশ করার এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য হাতে-কলমে অভিজ্ঞতা লাভের বাস্তব সুযোগ পাবেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!