মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষা সফরে আসছেন দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
দলটি কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চোর নেতৃত্বে আগামী ৮ জুলাই রাতে বাংলাদেশে পৌঁছাবে। ১০ সদস্যের এই দলে চারজন ছাত্রী ও একজন পিএইচডি শিক্ষার্থী রয়েছেন।
জানা গেছে, মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে চলমান একটি যৌথ প্রকল্পের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে পরিচালিত এই প্রকল্পের আওতায় এর আগেও দুই দফায় কোরিয়ান শিক্ষার্থীরা মাভাবিপ্রবিতে সফর করেছেন।
এ সফরের কার্যক্রম শেষে আগামী ১৫ জুলাই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থায়নে ‘অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ODA)’ শীর্ষক সাত বছর মেয়াদি একটি প্রকল্পের আওতায় মাভাবিপ্রবির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে আধুনিক ল্যাব স্থাপন, যুগোপযোগী কারিকুলাম উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটি। এর অংশ হিসেবে ল্যাব উন্নয়নে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম ও পাঠ্যপুস্তক সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়া সরকার।
একুশে সংবাদ/এ.জে