রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রাঙ্গণে ঈদুল আজহার একমাত্র জামাত অনুষ্ঠিত হবে শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায়। জামাতটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব ড. রাকিব উদ্দিন আহম্মেদ।
তিনি জানান, মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে এ সময় নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঈদের এই একমাত্র জামাত আয়োজন করা হবে। তিনি সবার উপস্থিতি কামনা করেন এবং সকলের ঈদ আনন্দময় ও নিরাপদ হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

