AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুলের মৃত্যুর ঘটনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


Ekushey Sangbad
নুর ইসলাম, ডিআইইউ প্রতিনিধি
০৪:২৭ পিএম, ২৩ মে, ২০২৫

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুলের মৃত্যুর ঘটনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসানের নিহতের ঘটনায় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর আবাসিক হোস্টেলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মাহমুদুল হাসানের আত্মার শান্তি কামনা করা হয় এবং তার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত সবাই।

উল্লেখ্য, গত সোমবার (১৯ মে) রাত ১২টা থেকে ২টার মধ্যে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মেট্রোরেল প্রকল্পের ১২৫ নম্বর পিলারের পাশে মাহমুদুল হাসানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডিআইইউ ক্যাম্পাসে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!