ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসানের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২১ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে ইইই বিভাগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ডিআইইউ’র সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সংহতি প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরাও। বক্তারা সবাই মাহমুদুলের মৃত্যুর ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, এই ঐক্যবদ্ধ আন্দোলন কেবল মাহমুদুলের জন্য নয়, বরং পুরো ক্যাম্পাসের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিকে শক্তিশালী করেছে। দ্রুত সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে উপস্থিত থেকে ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুল বাসেদ বলেন, “মাহমুদুলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জানাজায় অনুপস্থিতির জন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ এবং সিআইডি একযোগে কাজ করছে। কারও কাছে যদি কোনো তথ্য বা প্রমাণ থাকে, তা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।”
উল্লেখ্য, গত ১৯ মে (সোমবার) রাত ১২টা থেকে ২টার মধ্যে মাহমুদুল হাসানের রক্তাক্ত দেহ রাজধানীর মেট্রোরেল প্রকল্পের ১২৫ নম্বর পিলারের পাশে পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ//এ.জে