যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা এবং মাদক রোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য যবিপ্রবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটি।
সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত প্রস্তাবিত কার্যক্রম গুলো হলো,ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ডোপ-টেস্ট পরিচালনায় একটি স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা।মাদক পরীক্ষার ফলাফল ভর্তির শর্ত হিসেবে বিবেচনা করা।বিশ্ববিদ্যালয় এরিয়াতে প্রকাশ্যে ধূমপানের শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করা এবং বাংলাদেশ সংবিধান অনুসারে প্রকাশ্যে ধূমপানের দায়ে আইনানুগ নেওয়া।পরবর্তীতে কেউ যদি মাদকাসক্ত হয়, তাহলে তার ছাত্রত্ব বাতিল করা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
এছাড়াও স্মারকলিপিতে মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ, মাদক বিষয়ে জাতীয় নীতিমালার সমর্থন,শিক্ষার্থীর মানসিক ও শারীরিক সুস্থতা মাদকের কুপ্রভাব থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া এবং তাদের সঠিক মানসিক বিকাশে সহায়তা করা প্রতিষ্ঠানের দায়িত্ব,প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার বিষয়ে উল্লেখ করা হয়।
এন্টি ড্রাগ সোসাইটির পক্ষ থেকে মাদকমুক্ত ক্যাম্পাস গঠনে ডোপ টেস্টের প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়, "একটি উন্নত ও নৈতিক সমাজ গঠনে প্রয়োজন মাদকমুক্ত, সুস্থ শিক্ষাব্যবস্থা। বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা যেখানে ভবিষ্যতের নাগরিকেরা গড়ে ওঠে। কিন্তু অতীতে অনেক বিশ্ববিদ্যালয় মাদকের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। ‘জুলাই বিপ্লব’ এই বাস্তবতার পরিবর্তনের পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে। যার অন্যতম দাবি ছিল মাদকমুক্ত ক্যাম্পাস। এই লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্নাতক সমাপ্তির সময় ডোপ টেস্ট চালু করা জরুরি। এতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ, মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।``
একুশে সংবাদ/এ.জে