ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসের দুই মাঝিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন জেলের বিরুদ্ধে। এই ঘটনায় চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাঝিরা।
অভিযোগে বাদী বাবুল খালাসী, যিনি চরভদ্রাসন উপজেলা মৎস্য অফিসের মাঝি এবং তার ভাই খলিল খালাসী, যিনি একই অফিসের সহকারী মাঝি, উল্লেখ করেন যে গত ১৮ মে, ২০২৫ তারিখে মৎস্য অফিসের কর্মকর্তাদের সাথে তারা নদীতে অভিযানে যান। অভিযানে জব্দ করা জালকে কেন্দ্র করে জামাল বেপারী, মানিক বেপারী ও অজ্ঞাতনামা আরও কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
বাবুল খালাসী অভিযোগে আরও জানান, হামলাকারীরা তাদের কিল, ঘুষি ও লাথি মারে। এমনকি তার চোখের নিচে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করে। তারা জাল ফেরত অথবা ২০ হাজার টাকা দাবি করে। কোনোমতে তিনি পালিয়ে জীবন রক্ষা করেন।
ভুক্তভোগী দুই ভাই বর্তমানে নিজেদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন নৌকা হারানোর আশঙ্কায় ভুগছেন। তারা জানান, হামলাকারীরা তাদের মারার জন্য ওঁৎ পেতে আছে এবং যেকোনো সময় তাদের নৌকা গায়েব করে ফেলতে পারে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, "এ ধরনের জঘন্য অপরাধের সুষ্ঠু বিচার হওয়া উচিত। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠিনতম শাস্তি দেওয়া প্রয়োজন।"
চরভদ্রাসন থানার এএসআই জানান, মাঝিদের মারধরের অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ ফ.প্র/এ.জে