AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৬ এএম, ১৯ মে, ২০২৫

১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

দেশের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (১৮ মে) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩’ অনুযায়ী এসব পরিবর্তন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপন অনুযায়ী নাম পরিবর্তিত বিদ্যালয়গুলো হলো—এরমধ্যে জামালপুর সদরের কাজির আখ মো. শাহিনুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে কাজির আখ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে। পাশাপাশি জামালপুর সদরের অধ্যাপক আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে তারারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে। এছাড়া জামালপুরের মাদারগঞ্জের আতামারী ফাতেমা মির্জা রওশন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে।

এদিকে জামালপুরের মাদারগঞ্জের খোর্দ্দ জোনাইল সমসাদ আরা বুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে খোর্দ্দ জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে। একইভাবে মাদারগঞ্জ উপজেলার রুকনাই বদরুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে রুকনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়েছে। এছাড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আনিছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সোনাকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে।

অন্যদিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আলহাজ্ব সেলিম আহম্মেদ ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কুকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে। পাশাপাশি একই উপজেলার জশুরগাঁও আভা রানী ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে জশুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে। সেই সঙ্গে একই উপজেলার সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাণী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিকনিসার সুকুমার রঞ্জন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে চিকনিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নামকরণ করা হয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম বদলে শহিদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে।
 

 


একুশে সংবাদ/ চ.ট/এ.জে
 

Link copied!