ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) এর আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই কর্মশালায় সিটিজেন জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতার কলাকৌশল, ক্যাম্পাস সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা এবং মোবাইল জার্নালিজম নিয়ে বিশদ আলোচনা হয়।
কর্মশালার শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
কর্মশালায় যথাক্রমে প্রশিক্ষণ দেন- যমুনা টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, দৈনিক কালবেলার লিড-মোজো রিপোর্টার আকরাম হোসেন, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রধান আহসান হাবীব খান, ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোঃ আকতারুজ্জামান, একুশে টেলিভিশনের নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান প্রশিক্ষণ দেন৷
একুশে সংবাদ/ডিআইইউসাস.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :