পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।
সংগঠনটি একটি অরাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চা, ইসলামিক স্টাডি সার্কেল পরিচালনা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশ, সামাজিক সেবা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির লক্ষ্যে কাজ করবে বলে জানানো হয়।
সংগঠনের শ্লোগান—“নৈতিকা হোক আমাদের পরিচয়, সংস্কৃতি হোক আমাদের অস্ত্র”।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল গঠিত পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি সংবাদ সম্মেলনে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।
একুশে সংবাদ/পাবিপ্রবি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :