ভেটেরিনারি স্টুডেন্টদের আন্তর্জাতিক সংগঠন "ইন্টারন্যাশনাল ভেটেনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ( IVSA) " এর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত IVSA SAU শাখার কার্যকরী কমিটি-২০২৫ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ভেটেরিনারি ফ্যাকাল্টির ২৬ তম ব্যাচের শিক্ষার্থী এএফএম আব্দুল্লাহ এবং ২৭ তম ব্যাচের মো: তৌফিকুর রহমানকে এক্সচেঞ্জ অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি এ্যাডিশনাল থার্ড অফিসার হিসেবে আছেন ২৭ তম ব্যাচের শিক্ষার্থী অনন্না দাস গুপ্তা।
শুক্রবার (৪ মে) সন্ধ্যায় ভেটারিনারী ফ্যাকাল্টির সেমিনার রুমে কমিটি এক্সচেঞ্জ প্রগ্রাম - ২০২৫ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ফ্যাকাল্টির প্যারাসাইটোলজি বিভাগের শিক্ষক ড. তিলক চন্দ্র নাথ, বিগত কমিটির সভাপতি রেদোয়ান রাফি,সাংগঠনের কর্মী ও অ্যালামনাইসহ ভেটেরিনারি অনুষদের সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষাংশে সদ্য সাবেক সভাপতি উক্ত কমিটি ঘোষণা করেন।
ড. তিলক চন্দ্র নাথ বলেন, " IVSA ভেটেরিনারি স্টুডেন্টদের সবথেকে বড় সংগঠন। আন্তর্জাতিক স্টুডেন্টদের সাথে আইডিয়া এক্সচেঞ্জ করার একটি বড় মাধ্যম। ভেটেরিনারি স্টুডেন্ট হিসেবে তোমাদের সবাইকে এই সংগঠনে সাথে সংযুক্ত হওয়া উচিত।" সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাথে আইডি এক্সচেঞ্জিং প্রোগ্রাম বেশি বেশি রাখার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি এএফএম আব্দুল্লাহ বলেন," দীর্ঘদিন IVSA SAU সংগঠনটির সাথে জড়িত থেকে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করেছি। সংগঠনটি আমার আবেগের জায়গা। এই সংগঠনকে ঘিরে সামনের দিনগুলোতে আমার কিছু পরিকল্পনা আছে যাতে IVSA SAU এর কাজ আরো বিস্তৃত হয়। আশা করি কমিটির সকলকে পাশে পাব।"
উল্লেখ্য, সংগঠনটি থিম "ভেটেরিনারি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার মাধ্যমে বিশ্বব্যাপী প্রাণী ও মানুষের কল্যাণ সাধন।
একুশে সংবাদ/সিকৃবি.প্র/এ.জে