AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল; ক্লাস ০১ জুলাই



কুবিতে সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল; ক্লাস ০১ জুলাই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‍‍`এ, বি ও সি‍‍` (বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েসের শেষ সময় আজ (৫ মে)। এছাড়া আগামী ০১ জুলাই থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।

রবিবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘সাবজেক্ট চয়েসের শেষ সময় আগামীকাল। এরপর ৮ তারিখ একটি মিটিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি, আগামী ০১ জুলাই থেকে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (শনিবার) ‍‍‘সি’ ইউনিটে ১২টি কেন্দ্র ৭ হাজার ৬৪৬ জন পরিক্ষার্থী, ‘এ‍’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৯ জন পরিক্ষার্থী ও ২৫ এপ্রিল ‘বি’ ইউনিটে ২১টি কেন্দ্রে ১৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে ‍‘এ‍’ ইউনিটে পাসশর হার ৩৪.০৫%, ‘সি’ ইউনিটে পাশের হার ৬৯.৭৫%, ‘বি’ ইউনিটে পাসের হার ৪৯.৭১ শতাংশ।

 

একুশে সংবাদ/কুবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!