AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৩১ জুলাই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৬ এএম, ১ মে, ২০২৫

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৩১ জুলাই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। একইসঙ্গে অনুষ্ঠিত হবে হল সংসদ নির্বাচন।

গতকাল বুধবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান,

“জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী আগামী ৩১ জুলাই জাকসু এবং হল সংসদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।”

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন—উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব,প্রক্টর ও জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে ‘পরিবেশ পরিষদ: জাকসু নির্বাচন ২০২৫’ শীর্ষক মতবিনিময় সভা। বৈঠকে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটের শিক্ষার্থী প্রতিনিধি এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধি।

দীর্ঘ ১০ ঘণ্টার আলোচনা শেষে বুধবার ভোর সাড়ে ৫টায় নির্বাচনের তফসিল ঘোষণায় সম্মত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দীর্ঘদিন ধরে জাকসু নির্বাচন স্থগিত ছিল। শিক্ষার্থীরা বারবার নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। এ ঘোষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন দ্বার উন্মোচিত হলো বলে মত শিক্ষার্থীদের একাংশের।

 

একুশে সংবাদ// চ.ট//এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!