AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবিতে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার ও ৫০০ কোরআন বিতরণ


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
০৯:১৯ পিএম, ৮ মার্চ, ২০২৫

বাকৃবিতে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার ও ৫০০ কোরআন বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইসলামী ছাত্রশিবির রমজান উপলক্ষে ধারাবাহিক গণ-ইফতারের আয়োজন করেছে। সাত দিনে প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে ইফতার পরিবেশন করা হয়। পাশাপাশি ৫০০ কপি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাছির মো. ত্বোহা বিষয়টি নিশ্চিত করেছেন।  

শনিবার (৮ মার্চ) সপ্তাহব্যাপী এই আয়োজনের শেষ দিনে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আসরের নামাজের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের সমাগম বাড়তে থাকে। বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে অংশ নেন, ফলে মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।  

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী জয় বলেন, "ছাত্রশিবিরের এই আয়োজন প্রশংসনীয়। বিভিন্ন হলের বন্ধুদের সঙ্গে একত্রে ইফতার করার সুযোগ পাওয়া সত্যিই আনন্দের।"  

মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী সাকিব জানান, "ইফতারের মেনু ছিলো বৈচিত্র্যময়—কখনো ছোলা-মুড়ি, কখনো মোরগ-পোলাও, কখনো বা ডিম-খিচুড়ি। আমরা বন্ধুদের সঙ্গে একসঙ্গে ইফতার করে দারুণ উপভোগ করেছি।"  

বাকৃবি ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাছির মো. ত্বোহা বলেন, "রমজান এ দেশের অন্যতম বড় সংস্কৃতি। দীর্ঘ ১৬ বছর আমরা এ আয়োজন করতে পারিনি। কিন্তু এখন নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীবান্ধব এমন আয়োজন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।"

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!