যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ চিত্রপ্রদর্শনী আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অনুসারীরা।
প্রদর্শনীতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসরদের নৃশংসতার ইতিহাস ফুটিয়ে তুলতে তৎকালীন সংবাদপত্রের কাটপিস এবং অন্যান্য চিত্র উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জিএম রনি, সজিবুর রহমান, মেহেদী হাসান নিশাত,তৌফিকুল ইসলাম লিমন, রবিন হোসেন সহ কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম লিমন বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম হত্যাযজ্ঞ বাঙালি জাতির জন্য এক কালো অধ্যায়। একইসঙ্গে বর্তমান সময়ে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার অধীনে শিক্ষার্থীদের ওপর চালানো নিপীড়নের নিন্দা জানাচ্ছি।জাতীয়তাবাদী দল সব সময়ই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কাজ করে যাবে। তাদের আত্মত্যাগ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছে।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনীতি করার বিষয়ে জানতে চাইলে নেতা-কর্মীরা জানান, রাজনীতি চর্চা করা মৌলিক অধিকার।দেশকে সুন্দর ও সুষ্ঠু ভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠু রাজনীতি চর্চা করতে হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ তাই আমরা বাহিরে আমাদের কার্যক্রম চালাচ্ছি।
উল্লেখ্য, যবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের কোন কমিটি নেই এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ছাত্ররাজনীতি নিষিদ্ধ।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

