AB Bank
ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবৈধদের জন্য বৈধ আপগ্রেডেশন বন্ধ করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন


অবৈধদের জন্য বৈধ আপগ্রেডেশন বন্ধ করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের তোপের মুখে পড়ে আজ মঙ্গলবার সকাল ১১ টায় ও দুপুর ২ টায় অনুষ্ঠিতব্য কর্মকর্তাদের আপগ্রেডেশন বোর্ড অনিবার্য কারণবশত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

এই আপগ্রেডেশন নিয়ে গতকাল অফিসার্স এসোসিয়েশনের ৪ জন কর্মকর্তার আপগ্রেডেশন অবৈধ ও নিয়ম পরিপন্থী বলে অভিযোগ তুলেন এবং রেজিস্ট্রার বরাবর স্মারক লিপি প্রদান করেন পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন।

 

ঐ স্মারক লিপিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ববর্তী নির্দেশনা অমান্য করে নতুন করে ৪ জন কর্মকর্তাকে অতিরিক্ত রেজিস্ট্রার/অতিরিক্ত পরিচালক পদে ২৬ সেপ্টেম্বর গোপনে মৌখিক পরীক্ষা গ্রহণ করে অতিরিক্ত পদে পদন্নোতি দেওয়ার চক্রান্ত চলছে বলে তারা মৌখিকভাবে অবগত হয়েছেন। এই চার জন কর্মকর্তা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং উপাচার্যের ব্যাক্তিগত সচিব মো. মনিরুজ্জামান, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক জিএম শামসাদ ফখরুল,উপ-রেজিস্ট্রার শাওলী শারমিন, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী।

 

এ সময় পাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি হারুনর রশিদ ডন বলেন, ভিসির পিএসসহ ৪ জনের অবৈধ আপগ্রেডেশন না দিতে পারায় বৈধ কমর্কতাদের বোর্ড বন্ধ করেছে ভিসি। এ সমস্ত কর্মকাণ্ড অনৈতিক। পাবিপ্রবিতে কখনো এমন ঘটনা না ঘটে সেই বিষয়ে আমরা সজাগ আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

 

এ বিষয়ে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন বলেন, ভাইস চ্যান্সেলর অবৈধ আপগ্রেডেশন না দিতে পেরে বৈধ আপগ্রেডেশন স্থগিত করেছেন যা দু:খজনক আমি সাধারণ সম্পাদক হিসেবে আশা করি নাই, তবে বিশ্ববিদ্যালয়ে কোন অন্যায়- অনিয়ম করতে দেওয়া হবে না। কোন অপশক্তি আমাদের পথকে রোধ করতে পারবে না। এ সময় অপকর্মের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

 

একুশে সংবাদ/দ.ক.প্র/জাহা

Link copied!