জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৪তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, নাট্যজন শহিদুজ্জামান সেলিম, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ইস্রাফিল আহমেদ, বিভাগীয় শিক্ষক অধ্যাপক হারুন অর রশীদ খান, অধ্যাপক ইউসুফ হাসান ও অধ্যাপক ছানোয়ার হোসেন প্রমুখ অংশ নেন।
এরপর নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, জাহাঙ্গীরনগর থিয়েটার, স্বপ্নদল, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, অন্বিতা সেলিম আল দীন পাঠশালা, বাংলাদেশ পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, শহিদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এছাড়া সেলিম আল দীনের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে, সকাল নয়টায় পুরাতন কলা ভবনে ‘ওরে ভোলা মন’ নাটকের গান ও নৃত্য পরিবেশন করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা। এরপর বেলা সাড়ে ১১টায় আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে দুপুর ১২টায় ‘বারীণ ঘোষের ক্যামেরায় সেলিম আল দীন’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়।
এদিকে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সেট ল্যাবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্কের সভাপতিত্বে ‘সেলিম আল দীনের কথানাট্য চাকা: মঞ্চে ও চলচ্চিত্রে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. ফাহমিদা আক্তার। এছাড়া আলোচনা রাখেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক কামালউদ্দিন কবির। পরে বিকাল তিনটায় চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজিত হয়।
একুশে সংবাদ/এসএপি