বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের আয়োজনে ‘মার্কেটিং প্রিমিয়ার লীগ - ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে গত ৩০ অক্টোবর শুরু হয়ে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে সাড়ে চারটায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে। এতে চ্যাম্পিয়ন হয় ডমিনেটরস একাদশ৷
টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত মোট ছয়টি দল অংশ নেয়। গ্রুপ পর্বের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল—সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসানের নেতৃত্বে "ডমিনেটরস একাদশ"এবং সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন সাব্বিরের নেতৃত্বে " মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্স "। হাড্ডাহাড্ডি লড়াইয়ে " মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্স " দলটি "ডমিনেটরস একাদশ "কে ১০ রানে পরাজিত করে শিরোপা জয় করে।ডমিনেটরস একাদশ৷
দিনব্যাপী ম্যাচে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান ও মো. মহিউদ্দিন সাব্বির, সহকারী অধ্যাপক বঙ্কিম চন্দ্র সরকার, প্রভাষক ড. মো. শাহীনুর রহমান। এছাড়াও টুর্নামেন্ট জুড়ে সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ও ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক ড. মোসা. শারমিন সুলতানা, সায়মা আক্তার ও তাসমিন জাহান সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল কাইয়ুম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং মার্কেটিং পরিবারের মধ্যে আরও সুসম্পর্ক সৃষ্টি করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে আমরা আরও সুন্দর সুন্দর আয়োজন করতে পারবো।”
ফাইনালের দিন টুর্নামেন্টের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পিকনিকেরও আয়োজন করা হয়। এতে খেলাধুলার উত্তেজনার পাশাপাশি শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ-উল্লাসে। সার্বিকভাবে আয়োজনটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করে তোলে। শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন আরে বেশি বেশি পাওয়ার প্রত্যাশা বক্তব্য করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

