আসছে ১০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজনে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে এবার স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দুবাই ক্যাপিটালস।
এর আগে তাকে নিয়ে শোনা যাচ্ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সে খেলার গুঞ্জন। তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সম্ভাব্য বিতর্ক এড়াতে রংপুর সাকিবকে দলে না রাখার সিদ্ধান্ত নেয়।
দুবাই ক্যাপিটালস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবকে দলে ভেড়ানোর খবর জানিয়ে লিখেছে— “দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলি হিসেবে আমাদের স্কোয়াডে যোগ দিচ্ছেন কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান।” ফলে সব কিছু ঠিক থাকলে, পুরনো দল রংপুরের বিপক্ষেই মাঠে নামবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
উল্লেখ্য, গ্লোবাল সুপার লিগের প্রথম আসর আয়োজিত হয় গত বছর, যেখানে পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি অংশ নেয়। এবারও দলসংখ্যা একই থাকছে। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে সাকিবের দল দুবাই ক্যাপিটালস ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে অভিযান।
পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ১৬ জুলাই বিপক্ষে থাকবে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
এ আসরে প্লে-অফের কোনো ব্যবস্থা রাখা হয়নি। লীগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দুটি দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে, যা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।
সাকিবের নতুন দল দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে আরও রয়েছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল এবং নিরোশান ডিকভেলার মতো আন্তর্জাতিক তারকারা।
রংপুরের হয়ে সাকিবের না খেলার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেছিলেন, “সাকিবকে নেওয়া হবে না—এমন কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আমাদের কাছে আসেনি। এটি পুরোপুরি ম্যানেজমেন্টের কৌশলগত সিদ্ধান্ত ছিল। বর্তমান পরিস্থিতিতে তাকে দলে নিলে কী প্রতিক্রিয়া হতে পারত, সে বিষয়ে আমার স্পষ্ট ধারণা নেই।”
একুশে সংবাদ/এ.জে