চতুর্থবারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। শুক্রবার (৫ জুলাই) ভোরে তার জীবনসঙ্গী ব্রুনা বিয়ানকার্দির কোল জুড়ে এসেছে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে ‘মেল’।
এর আগে ২০১১ সালে সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরে জন্ম নেয় নেইমারের প্রথম সন্তান, পুত্র দাভি লুকা। পরে ২০২৩ সালে বর্তমান সঙ্গী ব্রুনার ঘরেই আসে দ্বিতীয় সন্তান, কন্যা মাভি। এর মাঝেই আরেক নারী, আমান্দা কিম্বারলির ঘরে ২০২৪ সালের জুলাইয়ে জন্ম নেয় নেইমারের তৃতীয় সন্তান, হেলেনা।
সব মিলিয়ে এখন নেইমারের সন্তানসংখ্যা চার, এর মধ্যে তিনজনই কন্যা।
নবজাতক মেলকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা ব্রুনা বিয়ানকার্দি। ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন,
‘আমাদের মেল এসে গেছে— আমাদের জীবনকে আরও পূর্ণতা আর মাধুর্যে ভরিয়ে দিতে। স্বাগতম, আদরের মেয়ে! সৃষ্টিকর্তা তোমায় রক্ষা করুন, আশীর্বাদ করুন। আমরা তোমায় ভালোবাসি।’
বর্তমানে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। ফলে সন্তানসম্ভবা সঙ্গীর পাশে থাকার সুযোগ পেয়েছেন তিনি। নতুন অতিথির আগমনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড।
একুশে সংবাদ/জা.নি/এ.জে