পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইতোমধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছেন। ফলে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাতে আর কোনো বাধা থাকছে না এই ডানহাতি অফ স্পিনারের।
রবিবার (১৮ মে) পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে লাহোর। এরপরই দলটি স্কোয়াড শক্তিশালী করার লক্ষ্যে মিরাজের প্রতি আগ্রহ দেখায়। সোমবার (১৯ মে) লাহোরের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবের পর, মিরাজ এনওসির জন্য আবেদন করেন এবং বিসিবিও দ্রুত তা মঞ্জুর করে।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক এই সময়টাতে টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় বিসিবির আপত্তির প্রশ্নই ওঠেনি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ফলে মিরাজ খুব শিগগিরই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন।
লাহোর কালান্দার্সে সাকিব আল হাসানের সঙ্গে আবারো একসাথে খেলবেন মিরাজ। প্রায় পাঁচ মাস পর মাঠে ফেরা সাকিব ব্যাটে-বলে জ্বলে না উঠলেও তাঁর উপস্থিতিই লাহোরের আত্মবিশ্বাসে নতুন মাত্রা যোগ করেছে।
এবার দলে সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে অন্তর্ভুক্ত করে নিজেদের শক্তিমত্তা আরও বাড়াল লাহোর। আগেই এই দলে খেলেছেন বাংলাদেশের আরেক উদীয়মান তারকা রিশাদ হোসেন, যিনি ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে স্থগিত হওয়া ম্যাচের আগে মাঠে নেমেছিলেন।
পিএসএলে এবার বাংলাদেশিদের পারফরম্যান্স নিয়ে রয়েছে দর্শক-সমর্থকদের বাড়তি কৌতূহল। সাকিব-মিরাজ জুটি কতটা সফল হয়, এখন সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।
একুশে সংবাদ//এ.জে