AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৫২ পিএম, ১৭ মে, ২০২৫

ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফের শুরু হওয়া পর্বে লাহোর কালান্দার্স দলের হয়ে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (১৭ মে) সকালে ইসলামাবাদে পৌঁছান তিনি। বিষয়টি লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের ছবি প্রকাশ করে।

সাকিবের সঙ্গে একই ফ্লাইটে পাকিস্তানে পৌঁছেছেন শ্রীলঙ্কার কুশাল পেরেরা, ভানুকা রাজাপাকশে ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

আগামীকাল (১৮ মে) লাহোর কালান্দার্স মুখোমুখি হবে পেশাওয়ার জালমির বিপক্ষে। ৯ ম্যাচে ৪ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লাহোর। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাবর আজমের পেশোয়ার জালমি। ফলে এই ম্যাচটি প্লে-অফে ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

পিএসএলের বাকি অংশ থেকে ড্যারিল মিচেল ছিটকে যাওয়ায়, তার বদলি হিসেবে লাহোর স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন সাকিব।

পিএসএলে সাকিব : ২০১৬ : করাচি কিংসের হয়ে অভিষেক,২০১৭ ও ২০২৩: পেশাওয়ার জালমির হয়ে অংশগ্রহণমোট ম্যাচ: ১৪, রান: ১৮১,উইকেট: ৮

দীর্ঘদিন পর পিএসএলে সাকিবের প্রত্যাবর্তন লাহোরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে অলরাউন্ড ভারসাম্য আনার দিক থেকে। সাকিবের অভিজ্ঞতা ও চাপ সামলানোর দক্ষতা টাইট ম্যাচগুলোতে পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে

Link copied!