লিওনেল মেসির নেতৃত্বে সেমিফাইনালের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত ব্যর্থতার গ্লানিতে শেষ হলো ইন্টার মায়ামির কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ যাত্রা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে ফাইনালের আগেই বিদায় নিয়েছে মেসির দল।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে, ফ্লোরিডার চেস স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে ইন্টার মায়ামিকে ৩-১ গোলে হারায় কানাডার ক্লাব ভ্যানকোভার হোয়াইটক্যাপস। প্রথম লেগে ভ্যানকুভার ২-০ গোলে জিতেছিল।
ম্যাচের শুরুটা ছিল আশাব্যঞ্জক। নবম মিনিটেই ডি বক্সে দারুণ পাস দেন মেসি। সুয়ারেসের বাড়ানো বলে বাঁ দিক থেকে দুর্দান্ত শটে মায়ামিকে এগিয়ে দেন জর্দি আলবা। তখন এক গোল দরকার ছিল ম্যাচকে অতিরিক্ত সময়ে নিতে।
কিন্তু দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে স্বাগতিক শিবির। ৫১ থেকে ৭১ মিনিট পর্যন্ত মাত্র ২০ মিনিটে হজম করে তিন গোল।
সমতায় ফেরান ব্রাইন হোয়াইট
দুই মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন পেদ্রো ভিতে
জয় নিশ্চিত করেন সেবাস্তিয়ান ব্রেল্টার, যিনি আগের দুটি গোলে ছিলেন অ্যাসিস্টদাতা
মেসি, সুয়ারেস ও আলবার যুগলবন্দি হারের তিক্ততা কাটাতে পারেনি। মেসির বেশ কিছু ভালো সুযোগ থাকলেও জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি।
উত্তর আমেরিকার ফুটবল পরিসংখ্যান সংস্থা অপ্টা জ্যাক জানিয়েছে, মেসির বিপক্ষে প্রথম দুটি ম্যাচেই জয় পাওয়া প্রথম দল ভ্যানকোভার হোয়াইটক্যাপস।
এই হারের মধ্য দিয়ে লিওনেল মেসির প্রথম কনকাকাফ শিরোপা জয়ের স্বপ্নও অনিশ্চিত সময়ের জন্য থেমে গেল।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :