নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ দল দুর্দান্ত ব্যাটিং করে থাইল্যান্ডের বিপক্ষে ২৭২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় থাইল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি অসাধারণ ইনিংস খেলেছেন নিগার সুলতানা জ্যোতি এবং শারমিন আক্তার।
বাংলাদেশের প্রথম ইনিংসে শুরুটা ভালো না হলেও, শারমিন এবং জ্যোতির সংগ্রহটি দলের জন্য বিশেষ হয়ে ওঠে। শুরুতে ওপেনার ইশমা তানজিম মাত্র ৮ রান করে ফিরে যান। তবে এরপর ফারজানা হক এবং শারমিন আক্তার দুটি শক্তিশালী অংশীদারিত্ব গড়েন, ১০০ রানের কোটা পার করে বাংলাদেশ। ফারজানা ৮২ বলে ৫৩ রান করে ফিরে যান, তবে শারমিন দৃঢ় মনোভাব নিয়ে খেলে চলেন।
শারমিনের সঙ্গে নিগার সুলতানা জ্যোতি চতুর্থ উইকেটে দলের স্কোর বাড়াতে থাকেন। ৭৫ বলে অর্ধশতক পূর্ণ করেন শারমিন, অন্যদিকে জ্যোতি ৪৫ বলে নিজের অর্ধশতক তুলে নেন। এরপর দুজনেই সেঞ্চুরির কাছাকাছি চলে যান।
জ্যোতি ৭৮ বলে সেঞ্চুরি তুলে নিলেও শারমিন মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। শারমিন ১২৬ বলে ৯৪ রান এবং জ্যোতি ৮০ বলের অপরাজিত ১০১ রান করে বাংলাদেশকে ২ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় লক্ষ্য দেয়।
বাংলাদেশের এ বড় সংগ্রহটি তাদের আত্মবিশ্বাসের প্রতীক, যেখানে জ্যোতি ও শারমিনের শক্তিশালী ইনিংস বাংলাদেশ দলের ভবিষ্যৎ প্রতিযোগিতায় বড় ভূমিকা রাখতে পারে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :