আইপিএলের শুরু থেকে হায়দরাবাদের উপ্পলের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলছে সানরাইজার্স। সেই স্টেডিয়াম ছেড়ে অন্য মাঠে চলে যাওয়ার হুমকি দিল তারা। হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (এইচসিএ) সঙ্গে ঝামেলার জেরে এই সিদ্ধান্ত নিতে পারে তারা।
এ বিষয়ে এইচসিএ কোষাধ্যক্ষ শ্রীনিবাস রাও এবং সভাপতি জগন মোহন রাওকে কড়া ই-মেল পাঠিয়েছেন সানরাইজার্সের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি।
বিনামূল্যে টিকিট দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। গত বৃহস্পতিবার লখনউয়ের সঙ্গে হায়দরাবাদের ম্যাচে উপ্পল স্টেডিয়ামের একটি বক্স খুলতে রাজি হননি এইচসিএ প্রতিনিধিরা। তাঁরা দাবি করেন, যত ক্ষণ না বিনামূল্যে ২০টি টিকিট দেওয়া হচ্ছে তত ক্ষণ বক্স খোলা হবে না।
সানরাইজার্স চিঠিতে জানিয়েছে, এইচসিএ সভাপতির নেতৃত্বে এই অপেশাদার হুমকি এবং কাজকর্ম এটাই প্রমাণ করছে যে, সানরাইজার্স আর উপ্পলে খেলুক এটা তারা চায় না। শ্রীনাথ লিখেছেন, “যদি এটাই আপনাদের ইচ্ছা হয় তা হলে লিখিত আকারে আমাদের জানান। তা হলে বিসিসিআই, তেলঙ্গানা সরকার এবং আমাদের দলকে জানিয়ে দেব, যাতে অন্য স্টেডিয়ামে সরে যাওয়ার ব্যবস্থা শুরু করা যায়।”
তার অভিযোগ, গত ১২ বছর ধরে এইচসিএ-র সঙ্গে কাজ করছে সানরাইজার্স। গত বছর থেকে এই সমস্যা শুরু হয়েছে। শ্রীনাথ লিখেছেন, “আমরা স্টেডিয়ামের সঠিক ভাড়া দিই। আইপিএলের সময় স্টেডিয়াম আমাদের অধীনে থাকে। তবু আগের ম্যাচে আপনারা এফ৩ বক্স বন্ধ করে দিয়েছিলেন। ২০টা টিকিট বিনামূল্যে না দেওয়া হলে বক্স খোলা হবে না, এমন হুমকি দিয়েছিলেন। এই অপেশাদার আচরণ মেনে নেওয়া যায় না।”
সানরাইজার্সের আরও অভিযোগ, এই প্রথম নয়। গত দু’বছর ধরেই এইচসিএ-র কর্মীরা বিভিন্ন ভাবে সানরাইজার্সের কর্মীদের উত্ত্যক্ত করছেন। এইচসিএ সভাপতিও তাতে যুক্ত। সানরাইজার্সের দাবি, টিকিট বন্টন নিয়ে এইচসিএ-র সঙ্গে তাদের যে লিখিত চুক্তি হয়েছে সেটা মেনে চলা হোক।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

