AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রিশাদদের কোচ হলেন ডমিঙ্গো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৪ পিএম, ২৯ মার্চ, ২০২৫

রিশাদদের কোচ হলেন ডমিঙ্গো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০তম আসরের আগে লাহোর কালান্দার্স প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করা রাসেল ডমিঙ্গোকে। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে ইংলিশ কোচ ড্যারেন গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিলেও, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছাড়ায় ফ্র্যাঞ্চাইজিটি ডমিঙ্গোকে এই পদে নিয়োগ দিয়েছে। ক্রিকইনফো   

আকিব জাভেদ দীর্ঘ আট বছর লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশন্সের ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে পাকিস্তানের নির্বাচক কমিটিতে যুক্ত হওয়ায় তাকে ফ্র্যাঞ্চাইজিটি থেকে বিদায় নিতে হয়। পরে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও পালন করেন।

আকিবের বিদায়ের পর গায়ানায় আয়োজিত গ্লোবাল সুপার লিগের আগে ড্যারেন গফকে কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলের প্রধান কোচের দায়িত্বও তার পাওয়ার কথা ছিল, তবে আসর শুরুর কয়েক সপ্তাহ আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান গফ। যদিও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, গফ আমাদের কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকবে এবং আমরা তার জন্য শুভ কামনা জানাই।

গফের অনুপস্থিতিতে বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে লাহোরের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর ডমিঙ্গো বলেন, ২০২৫ সালের পিএসএল আসরে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে, ম্যানেজমেন্টের সঙ্গে পরিচিত হতে এবং একটি দুর্দান্ত মৌসুমের জন্য প্রস্তুতি নিতে উদগ্রীব হয়ে আছি। আমাদের নিবেদিতপ্রাণ সমর্থকদের ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকবে, এবং আমি আপনাদের গর্বিত করার জন্য মুখিয়ে আছি।

এদিকে কালান্দার্সের সহ-মালিক সামিন রানা বলেন, রাসেল ডমিঙ্গোকে পিএসএল ১০-এ প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার বিশাল আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে, যা কালান্দার্সের জন্য এক অমূল্য সম্পদ। আমরা বিশ্বাস করি, তার অভিজ্ঞতা আমাদের দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গত চার বছরে দু’বার পিএসএল শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। এবারও তারা ট্রফির জন্য লড়াই করতে প্রস্তুত। আসন্ন মৌসুমে লাহোরের হয়ে খেলতে দেখা যাবে বাংলাদেশের তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনকে।

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে পিএসএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।


একুশে সংবাদ/ এস কে

Link copied!