AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১৪ পিএম, ২৭ মার্চ, ২০২৫

পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে খেলার অনুমতিপত্র পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার লিটন কুমার দাস, রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তবে লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও পেসার নাহিদ টুর্নামেন্টের শুরুতে অংশ নিতে পারছেন না।  

আগামী ১১ এপ্রিল থেকে পর্দা উঠতে যাচ্ছে পিএসএলের দশম আসরের। লিটন করাচি কিংস, রিশাদ লাহোর কালান্দার্স এবং নাহিদ পেশোয়ার জালমির হয়ে খেলবেন। আগামী ১৮ মে পর্দা নামবে পিএসএলের।

গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে নাহিদকে দলে নেয় পেশোয়ার জালমি। অন্যদিকে, ‘সিলভার’ ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ লাহোর কালান্দার্সে সুযোগ পান।তবে তাদের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কারণ বাংলাদেশ দল আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে, যা শুরু হবে ২০ এপ্রিল এবং শেষ হবে ২ মে।

রিশাদ বাংলাদেশের টেস্ট দলে না থাকায় তিনি পুরো মৌসুম খেলতে পারবেন। এছাড়া, লিটনও টেস্ট সিরিজ থেকে ছুটি পাওয়ায় শুরু থেকেই পিএসএলে অংশ নিতে পারবেন। তবে নাহিদ পুরো ছুটি না পাওয়ায় প্রথম টেস্ট খেলে ২৬ এপ্রিল পাকিস্তানে উড়াল দেবেন। ফলে পিএসএলে তার অভিষেক হতে পারে ২৬ এপ্রিল।

অবশ্য এর মধ্যে তার দল পেশোয়ার জালমি পাঁচটি ম্যাচ খেলে ফেলবে। এরপর বাকি ম্যাচগুলোতে তিনি অংশ নিতে পারেন। যদি পেশোয়ার জালমি প্লে-অফে পৌঁছে যায়, তবে নাহিদের ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।

 

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!