AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাঞ্চেস্টার সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

ম্যাঞ্চেস্টার সিটিকে ২-০ গোলে হারাল লিভারপুল

লিভারপুলের জয়ের পথ আটকানো যাচ্ছে না। এবার ম্যান সিটির মাঠে গিয়ে তাদের ২-০ গোলে হারাল লিভারপুল। ফলে প্রিমিয়ার লিগে ১১ পয়েন্ট এগিয়ে গেল তারা। প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য লিভারপুল। তাদের জয়ের রথ আটকানো যাচ্ছে না। এ বার ম্যাঞ্চেস্টার সিটির মাঠে গিয়ে তাদের ২-০ গোলে হারাল লিভারপুল। ফলে প্রিমিয়ার লিগে ১১ পয়েন্ট এগিয়ে গেল তারা।

চলতি মরসুমে ছন্দে নেই ম্যাঞ্চেস্টার সিটি। তা গোটা ম্যাচ জুড়ে চোখে পড়ল। নইলে ঘরের মাঠে এতটা চাপে কোনও দিন থাকে না তারা। ম্যাচ শুরুর ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় লিভারপুল। গোল করেন সেই মহম্মদ সালাহ্‌। চলতি মরসুমে ৩০টি গোল হয়ে গেল মিশরের এই স্ট্রাইকারের। প্রিমিয়ার লিগে ২৭টি ম্যাচে ২৫টি গোল করেছেন তিনি। করিয়েছেন ১৬টি। সালাহ্‌র ফর্ম লিভারপুলের জয়ের বড় কারণ। 

৩৭ মিনিটে ব্যবধান বাড়ান ডমিনিক জোবোজলাই। তার আগে অবশ্য সিটি একটি গোল দিয়েছিল। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। লিভারপুলেরও একটি গোল অফসাইডে বাতিল হয়। তাতে অবশ্য ম্যাচ জিততে সমস্যা হয়নি তাদের। ২-০ গোলে জিতে মাঠ ছাড়েন আর্নে স্লটের ছেলেরা। গোটা ম্যাচে তেমন সুযোগ তৈরিই করতে পারেনি সিটি। গোটা ম্যাচ জুড়ে দাপট দেখায় লিভারপুল।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট লিভারপুলের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৩। এক ম্যাচ বেশি খেলে আর্সেনালের থেকে ১১ পয়েন্ট এগিয়ে লিভারপুল। তিন নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ২৬ ম্যাচে ৪৭। ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট ২৬ ম্যাচে ৪৪। তার নম্বরে রয়েছে তারা। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নিউক্যাসল ইউনাইটেড। ২৬ ম্যাচে তাদেরও পয়েন্ট ৪৪।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!