AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করলো আইসিসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করলো আইসিসি

চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠের গড়ানোর শেষ মুহূর্তের ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে রয়েছে বাংলাদেশের আতাহার আলী খানসহ এক ঝাঁক কিংবদন্তি ধারাভাষ্যকার।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্যকারদের নাম ঘোষণা করেছে আইসিসি। 

এই প্যানেলে আছে নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপদের মতো জনপ্রিয় নাম। তাদের সঙ্গে বিশ্বকাপজয়ী ও সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য বক্সে বেশ কয়েকজন পরিচিত ও জনপ্রিয় মুখও থাকছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল তাদের বিশদ বিশ্লেষণ এবং দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে তুলে ধরতে ধারাভাষ্য বক্সে থাকবেন।

এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরজুড়ে বিশেষজ্ঞ মতামত ও বিশ্লেষণী দিয়ে সক্রিয় থাকবেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড।আইসিসি জানিয়েছে, সবগুলো ম্যাচই ৮০টিরও বেশি দেশ থেকে ভক্তরা সরাসরি উপভোগ করতে পারবেন। আইসিসি ম্যাচ সেন্টার হয়ে ফ্রি অডিও শোনা যাবে। এ ছাড়া আইসিসি ক্রিকেট ডটকমে বল বাই বল কমেন্ট্রি দেখতে পাবেন ভক্তরা।

প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট সম্প্রচার করবে ভারতের জিওস্টার নেটওয়ার্ক। এ ছাড়াও প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে আইসিসি টুর্নামেন্ট সম্প্রচার হবে। যেখানে ১৬টি ফিডে নয়টি ভিন্ন ভাষা রয়েছে: ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড়। জিওস্টার এ লাইভ স্ট্রিমিং চারটি মাল্টি-ক্যাম ফিড দ্বারা পরিচালনা হবে। টেলিভিশনে, ইংরেজি ফিড ছাড়াও, নেটওয়ার্ক হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, স্টার স্পোর্টস এবং স্পোর্টস১৮ চ্যানেলে দেখা যাবে খেলা।

এদিকে ১৯৯৬ সালের পর আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাওয়া পাকিস্তানের পিটিভি, টেন স্পোর্টসের মাধ্যমে এবং ডিজিটালভাবে মাইকো এবং তামাশা অ্যাপের মাধ্যমে লাইভ খেলা দেখা যাবে। এ ছাড়াও ভারতের ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব পাওয়ায় সংযুক্ত আরব আমিরাত ও মিনা অঞ্চলে স্ট্রার্জপ্লেসহ ক্রিকলাইফ ও ক্রিকম্যাক্স২ এর মাধ্যমে সম্প্রচার করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

বাংলাদেশে নাগরিক টিভি ও টি স্পোর্টস পুরো টুর্নামেন্ট টিভিতে সম্প্রচার করবে। এ ছাড়া টফি অ্যাপ ও ওয়েবসাইটেও দেখা যাবে। রেডিও স্বাধীন ৯২.৪ ও রেডিও ভূমি ৯২.৮ থেকে সরাসরি জানা যাবে প্রতিটি ম্যাচের খবরাখবর।

একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

Link copied!