AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোহলির পা ছুঁতে মাঠে ঢুকলেন দর্শক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩৮ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৫

কোহলির পা ছুঁতে মাঠে ঢুকলেন দর্শক

বিরাট কোহলি খেলছেন বলেই দিল্লি বনাম রেলওয়েজ রঞ্জি ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ থাকবে, এটা অনুমান করাই গিয়েছিল। তবে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে রকম জনতার ঢল নামে স্টেডিয়াম চত্ত্বরে, তাতে আশঙ্কা বাড়তে থাকে দিল্লি ক্রিকেট সংস্থার।

স্টেডিয়ামের একাধিক গেট খুলে দিয়ে দর্শকদের বসার বন্দোবস্ত করা যায়। তবে প্রত্যাশার থেকে বেশি দর্শক সমাগম হলে ভিড় সামলানোর জন্য তড়িঘড়ি নিরাপত্তার বন্দোবস্ত করা মুশকিল। যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, সতর্ক ছিল ডিডিসিএ। তবে বিস্তর সতর্কতা সত্ত্বেও অবাঞ্ছিত ঘটনা আটকানো যায়নি।

বৃহস্পতিবার রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করতে নামে দিল্লি। স্বাভাবিকভাবেই ফিল্ডিং করতে নামেন বিরাট কোহলি। দিল্লির পেসাররা শুরু থেকেই আগুনে মেজাজে বল করেন। কোহলি স্লিপে ফিল্ডিং করছিলেন। ম্যাচের মাঝে এক দর্শক নিরাপত্তার বেড়াজাল টপকে মাঠে ঢুকে পড়েন। তাঁকে সোজা দৌড়ে যেতে দেখা যায় কোহলির দিকে। কোহলির পা ছোঁয়াই ছিল তাঁর উদ্দেশ্য।

সঙ্গত কারণেই ম্যাচের গতি থমকে যায়। সংশ্লিষ্ট দর্শককে আটকাতে চারদিক থেকে নিরাপত্তরক্ষীরাও ঢুকে পড়েন মাঠে। শেষে পাকড়াও করা হয় সেই দর্শককে। এক নিরাপত্তারক্ষীকে শেষ মুহূর্তে মাঠে ঢুকে হাত চালিয়ে দিতেও দেখা যায় সংশ্লিষ্ট দর্শককে উদ্দেশ্য করে।

ম্যাচ চলাকালীন কার্যত সারাক্ষণ কোহলিকে নিয়ে স্লোগান ওঠে গ্যালারিতে। কখনও আরসিবি-আরসিবি চিৎকার শোনা যায় তো আবার কখনও কোহলিকে বোলিং দেওয়ার দাবিও ওঠে দর্শকদের তরফে। সব দেখেশুনে ধারাভাষ্যকাররা দাবি করেন যে, কোনও রঞ্জি ম্যাচে এত দর্শক শেষ কবে দেখা গিয়েছে, মনে করা মুশকিল। অনেকে বিস্ময় প্রকাশ করেন এটা ভেবেই যে, একজন ক্রিকেটারের জন্য দর্শকদের এমন উন্মাদনা সত্যিই অভাবনীয়।

উল্লেখ্য, প্রাথমিকভাবে দিল্লি বনাম রেলওয়েজের এই রঞ্জি ম্যাচ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হওয়ার কথা ছিল না। তবে কোহলির জন্যই শুধু ম্যাচ নয়, বরং প্র্যাক্টিস সেশনেরও ভিডিও দেখা যায় জিও সিনেমায়। স্পোর্টস-১৮ ও জিও সিনেমায় এই ম্যাচ সরাসরি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

দিল্লি ক্রিকেট সংস্থার তরফে স্টেডিয়ামের ১৬ ও ১৭ নম্বর গেট সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এও জানিয়ে দেওয়া হয়েছিল যে, খেলা দেখার জন্য কোনও প্রবেশ মূল্য লাগবে না। শুধু নিজেদের আধার কার্ড সঙ্গে রাখলেই গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। পরে চাপ সামলাতে স্টেডিয়ামের আরও কয়েকটি গেট খুলে দেওয়া হয় বলে খবর।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!