AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা দুই হারে হোয়াইটওয়াশে শঙ্কায় বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:০৬ এএম, ৩০ জানুয়ারি, ২০২৫
টানা দুই হারে হোয়াইটওয়াশে শঙ্কায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগ্রেসদের কাছে ছিল সিরিজ রক্ষার ম্যাচ ছিল।কিন্তু পুরোপুরি ব্যর্থ জ্যোতিরা। এই ম্যাচে বাংলাদেশকে ১০৬ রানে হারিয়ে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশে শঙ্কায় পড়লো বাংলাদেশ।   

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান ২০২ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে টাইগ্রেসরা। এতে ১০৬ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টিতে রানের হিসাবে বাংলাদেশের মেয়েরা এর চেয়ে বড় ব্যবধানে হেরেছেন একবারই। সেটি ২০২২ সালে, নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ১৩২ রানে। এ ছাড়াও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দল এই প্রথম ২০০ ছাড়াল।

এদিন আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন কিয়ানা। অধিনায়ক হেইলি ম্যাথুসকে নিয়ে (১৮ বলে ২৭) উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৫৩ রান যোগ করেন কিয়ানা।

৭০ রানে ওয়ানডাউন ব্যাটার শেমাইনে ক্যাম্পবেলের (১০ বলে ১১) বিদায়ের পর ডিয়ান্ড্রা ডটিনকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করেন কিয়ানা। আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ ২০ বলে ৪৯ রান করার পথে মারেন ৫টি ছক্কা। এতে ২০১ রানের বড় পুঁজি পায় ক্যারিবিয়ানরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেন শারমিন আক্তার। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আরও তিন ব্যাটার। এতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৯৫ রান তুলতে পারে টাইগ্রেসরা। এতে ১০৬ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

 

একুশে সংবাদ/ এস কে


 

Link copied!