AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:০৬ এএম, ১৪ জানুয়ারি, ২০২৫
সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব শেষ হয়েছে সোমবার (১৩ জানুয়ারি)। ঢাকায় প্রথম পর্বের পর শেষ  সিলেট পর্বের খেলা। সব মিলিয়ে বিপিএলে এখন পর্যন্ত ২০ টি ম্যাচ শেষ হয়েছে। যেখানে একদল জয়ের আনন্দে আকাশে উড়ছে তো আরেক দল হারের গণ্ডি থেকে নিজেদের বের করতে পারছে না।    

ঢাকা পর্বের খেলায় এক ম্যাচেও জয়ের মুখ দেখেনি ঢাকা ক্যাপিটালস। সিলেট পর্বের খেলায় প্রথম জয় পেয়েছে ঢাকা, আর রংপুর একের পর এক জয় তুলে রীতিমত আকাশে উড়ছে। চিটাগং কিংসও ইতিমধ্যে টুর্নামেন্টে টানা তিন জয় তুলে নিয়েছে, আবার খুলনা টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছে। জয়-পরাজয়ের মাঝেই ছিল রাজশাহী ও সিলেট।   

সিলেট পর্ব শেষ করে বিপিএল এবার যাচ্ছে চট্টগ্রামে। চলুন তার আগে দেখে নেই পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থান :

বিপিএল পয়েন্ট তালিকা (সিলেট পর্ব শেষে)
দল                    ম্যাচ      জয়      হার    পয়েন্ট      নেট রান রেট
রংপুর রাইডার্স     ৭            ৭         ০         ১৪      +১.৫৪২
চিটাগং কিংস        ৪           ৩         ১         ৬      +১.৩২৩
ফরচুন বরিশাল     ৫            ৩         ২        ৬      ‍+০.৮৩৮
খুলনা টাইগার্স       ৫            ২         ৩        ৪       +০.১৩০
সিলেট স্ট্রাইকার্স    ৬            ২         ৪         ৪     –১.২৫৪
দুর্বার রাজশাহী       ৬            ২         ৪         ৪     –২.১১৭
ঢাকা ক্যাপিটালস     ৭            ১          ৬       ২     –০.০৯৭

 

 


একুশে সংবাদ/ এস কে

Link copied!