AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিহারে এনডিএর ভূমিধস জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গে


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৫ এএম, ১৫ নভেম্বর, ২০২৫

বিহারে এনডিএর ভূমিধস জয়, মোদির নজর এখন পশ্চিমবঙ্গে

ভারতের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট যে অভূতপূর্ব সাফল্য পেয়েছে, তা শুধু বিহারের রাজনৈতিক মানচিত্রকেই বদলে দেয়নি—এর ঢেউ লেগেছে পশ্চিমবঙ্গ রাজনীতিতেও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি ইঙ্গিত দিয়েছেন, বিহারের এই জয় পশ্চিমবঙ্গে বিজেপির পরবর্তী নির্বাচনী কৌশলের ভিত্তি গড়ে দেবে।

২৪৩ আসনের বিহার বিধানসভায় ভোটগ্রহণ হয় দুই দফায়—৬ ও ১১ নভেম্বর। মোট ভোট পড়েছে প্রায় ৬৭ শতাংশ। ১৫ নভেম্বর ফল ঘোষণার পর দেখা যায়, এনডিএ জোট ২০২টি আসনে জয় পেয়ে একতরফা ব্যবধানে এগিয়ে। ফলে এই ফল স্থানীয় এবং জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

প্রথম দফায় ১২১টি আসনে ৬৫ শতাংশের বেশি এবং দ্বিতীয় দফায় ১২২টি আসনে ৬৮ শতাংশের বেশি ভোট পড়ে। দুই দফা মিলিয়ে অংশগ্রহণের হার উঠে দাঁড়ায় প্রায় ৬৭ শতাংশে, যা বিহারের সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে উল্লেখযোগ্য।

১৫ নভেম্বর সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়। সন্ধ্যায় নির্বাচন কমিশন ২৪২টি আসনের ফল প্রকাশ করে—অবশিষ্ট ১টি আসনের ফল স্থগিত থাকে। বিশ্লেষকদের মতে, এনডিএর এই ব্যাপক জয় প্রাক-নির্বাচনী পূর্বাভাসের চেয়েও বড় সাফল্য।

প্রধান লড়াই হয় এনডিএ ও মহাগঠবন্ধনের মধ্যে। ফলাফলে দেখা যায়—এনডিএ: ২০২, মহাগঠবন্ধন: ৩৫, অন্যান্য: ৬ ।

এনডিএর মধ্যে সর্বোচ্চ সাফল্য পেয়েছে বিজেপি (৮৯ আসন)। এরপর রয়েছে নীতিশ কুমারের জেডিইউ (৮৫ আসন)। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।

অন্যদিকে আলোচিত ভোটকুশলী প্রশান্ত কিশোরের দল ‘জন সুরাজ পার্টি’ ভরাডুবির মুখে পড়েছে—একটিও আসন পায়নি। বরং ‘ডার্ক হর্স’ হয়ে আবির্ভূত হয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM, যারা ৫টি আসনে জয় এনে চমক সৃষ্টি করেছে।

ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন—“কিছু দল সংখ্যালঘু তোষণের রাজনীতি করেছে, কিন্তু বিহারের নারী ও তরুণরা এনডিএ-কে জয়ী করেছে।” তিনি আরও বলেন, “গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়। বিহারে বিজয়—বাংলায় বিজয়ের পথও সুগম করেছে। পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করছি, আমরা মিলিতভাবে বাংলাকে জঙ্গলরাজের হাত থেকে মুক্ত করব।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!