জুনিয়র হকি বিশ্বকাপের মূলপর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন আমিরুল ইসলাম। ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচেও আরেকটি গোল পান ফরিদপুরের সন্তান। স্থান নির্ধারনী পর্বে আগের তিন ম্যাচের ফর্মকে ছাপিয়ে গেছেন আমিরুল। ওমানের জালে একাই করেন পাঁচ গোল। হ্যাটট্রিক করেন তার সতীর্থ রাকিবুল হাসান রকি। এতে ১৩-০ গোলের জয়ে বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় পেল বাংলাদেশ।
এ জয়ে ২৪ দলের বিশ্বকাপে সেরা ২০ এ থেকে টুর্নামেন্ট শেষের নিশ্চয়তা পেলো লাল-সবুজ প্রতিনিধিরা। ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া এবং মিশরের মধ্যেকার বিজয়ী দলের মুখোমুখি হবে সিগফ্রায়েড আইকম্যান শিষ্যরা।
একাদশ, পঞ্চদশ এবং ফের পঞ্চদশ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে লাল-সবুজের দলের জন্য জয়ের ভিত গড়ে দেন আমিরুল। এরপর ১৯তম ও ২৫তম মিনিটে ফরোয়ার্ড রাকিবুল ওপেন প্লে থেকে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর রাকিবুল ওপেন প্লে থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং আমিরুল আরও দুটি গোল করে তার গোল সংখ্যা পাঁচে নিয়ে যান। মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজুও গোল উৎসবে যোগ দিয়ে দুজনই দুটি করে গোল করেন। অন্যদিকে ওবায়দুল জয় একটি গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

