হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকায় একাধিক উঁচু ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী ও জরুরি সেবাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
চায়না ডেইলি জানায়, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টের একাধিক টাওয়ারে একযোগে আগুন লাগে। পুলিশ ও ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের তথ্যে জানা গেছে, ভবনগুলোতে অনেকেই এখনও আটকা আছেন।
সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, অন্তত দুজন গুরুতর দগ্ধ হয়েছেন এবং আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
চায়না ডেইলি আরও জানায়, বিকেল ৫টা পর্যন্ত সাতজনকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল ও প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিস এক বিবৃতিতে স্থানীয়দের ঘরের ভেতরে থাকার, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় অযথা ভিড় না করার আহ্বান জানানো হয়েছে।
ওয়াং ফুক কোর্টের আটটি ব্লকে প্রায় ২ হাজার আবাসিক ইউনিট রয়েছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের অংশে বাঁশের ভারা থাকায় আগুন নিচ থেকে দ্রুত উপরের দিকে ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

