AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৫ পিএম, ৫ ডিসেম্বর, ২০২৫

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই । তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান ইতোমধ্যেই চলমান রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জনগণকে সেবা দেয়ার উদ্দেশ্যে এই আইন প্রণয়ন করা হয়েছে। এতে বাহিনীগুলোর যদি কোনো আপত্তি থাকে, তারা তা জানাতে পারবেন।” তবে বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

তিনি আরও জানান, দূর্যোগ মোকাবিলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়া হবে। বিশেষ অবদানে ২২ জনকে সম্মাননা দেওয়া হয়। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, যেকোনো সময় ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - জাতীয়

Link copied!