মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদর উপজেলার একাংশ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। প্রচারণা জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের প্রার্থীরাও মাঠে নেমেছেন। এরই মাঝে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমানের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) হরিরামপুরের বিভিন্ন স্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা দাঁড়িপাল্লা প্রতীকযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মো. রাজিবুল হাসান নামে এক ব্যক্তি ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেন— “ওরা কাদা ছুড়ে বাঁধা দেবে, ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ; মোরা ফুল ছড়ে মারিব ওদের, বলিব ‘এক আল্লাহ জিন্দাবাদ’। ফ্যাসিবাদের পতন হলেও দোসররা রয়ে গেছে। এত শহীদ ও আহত হওয়ার পরও যারা শিক্ষা নেননি, তারা আবার একই পথে ফিরতে চাইছেন। প্রজন্ম জেগে উঠেছে, নব্য কোনো ফ্যাসিবাদের স্থান বাংলাদেশে হবে না। ইনকিলাব জিন্দাবাদ।”
তার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মো. আসলাম হোসাইন লিখেন—“ওদের দিন ঘনিয়ে আসছে, মামা। ইনশাআল্লাহ, ওদের এই হিংসাত্মক কর্মকাণ্ডই জনগণের মনে আমাদের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করবে।”
অন্যদিকে আলেফ হোসাইন লিখেন—“আমার বাড়ি গোপীনাথপুর। প্রতিযোগিতা করো, প্রতিহিংসা নয়। এটা শুধু তোমার পোস্টারে না—এমন কাজ গোপীনাথপুরে অনেক হয়; একজন আরেকজনের পোস্টার ছিঁড়ে ফেলে। যত হীনমন্যতার আখড়া হয়ে উঠেছে!”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এ ঘটনাকে অসহিষ্ণু রাজনীতির প্রতিফলন হিসেবে সমালোচনা করছেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থী যেন পরস্পরের প্রতি সহনশীল আচরণ করেন—এটাই প্রত্যাশা, যাতে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও ন্যায্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা যায়।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

