দেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই বর্তমান নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্য হলো একটি পরিচ্ছন্ন ও আস্থাযোগ্য নির্বাচন আয়োজন করা। এই নির্বাচন শুধু আমাদের জন্য নয়, দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সিইসি জানান, ভোট প্রদান প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং অধিকার। তিনি বলেন, “প্রতিটি ভোটারের নিরাপত্তা এবং নির্ভরযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কভাবে দায়িত্ব পালন করবে।”
তিনি আরও আহ্বান জানান—পরিবারের সব ভোটারকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্ত, নিরাপদ পরিবেশে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

