AB Bank
ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুই ফরম্যাটের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২১ পিএম, ১৯ নভেম্বর, ২০২৪
দুই ফরম্যাটের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান। এরইমধ্যে আসন্ন এ সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত জিম্বাবুয়ে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন খেলোয়াড়। একই সঙ্গে টি-২০ সিরিজের দলও ঘোষণা করেছে স্বাগতিকরা।  

গতকাল সোমবার (১৮ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটের জন্য ক্রেইগ আরভিনের নেতৃত্বে ১৫ সদস্যের দলে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন ট্রেভর গুয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া এবং তিনোতেন্দা মাপোসা। টি-২০ ফরম্যাটে যথারীতি নেতৃত্ব থাকছে সিকান্দার রাজার হাতে।

গুয়ান্ডু এবং মুসেকিওয়া এর আগে জিম্বাবুয়ের হয়ে টি-২০ খেললেও ২১ বছর বয়সী পেসার মাপোসা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। মাপোসা এখন পর্যন্ত মাত্র ৩টি লিস্ট ‍‍`এ‍‍` ম্যাচ খেলেছেন। যেখানে ৬.২৯ ইকোনমি রেটে শিকার করেছেন ৪ উইকেট।

ব্লেসিং মুজারাবানি এবং রিচার্ড এনগারাভা ওয়ানডে এবং টি-২০ উভয় সিরিজেই জিম্বাবুয়ের বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন। শন উইলিয়ামস ইনজুরির কারণে এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে পারেননি।পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরলেও টি-২০ স্কোয়াডে তাকে উইলিয়ামসখা হয়নি। ২০২৩ সালের জুলাইয়ে শেষবার ওয়ানডে খেলেছিলেন তিনি। এদিকে ওয়ানডের অধিনায়ক আরভিনকেও টি-২০র স্কোয়াডে রাখা হয়নি।

গত মাসে কেনিয়ায় ২০২৬ টি-২০ বিশ্বকাপের সাব-রিজিওনাল কোয়ালিফায়ার জেতা দলটিকেই পকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ধরে রেখেছে জিম্বাবুয়ে। এই টুর্নামেন্টেই স্বীকৃত টি-২০তে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে সিকান্দার রাজার দল।আগামী ২৪ নভেম্বর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। সিরিজের শেষ ওয়ানডে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপ মাঠে গড়াবে টি-২০ সিরিজ। দুই সিরিজের সবকয়টি ম্যাচের ভেন্যু বুলাওয়ে।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গুম্বি, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাসে মারুমানি, ব্রেন্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

জিম্বাবুয়ের টি-২০ স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মেধেভেরে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাসে মুরামানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিন মায়ার্স ও রিচার্ড এনগারাভা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!