AB Bank
ঢাকা সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ বিসিবির বোর্ড সভা


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৪৮ এএম, ৩০ অক্টোবর, ২০২৪
আজ বিসিবির বোর্ড সভা

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা অনুষ্ঠিত হবে। আলোচনার মূল এজেন্ডা গঠনতন্ত্র আর বিগত তিন মিটিংয়ে অনুপস্থিত বোর্ড পরিচালকদের ব্যাপারে। এছাড়া সিদ্ধান্ত আসতে পারে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যুতেও। আলোচনার মূল এজেন্ডা গঠনতন্ত্র আর গত তিন মিটিংয়ে অনুপস্থিত বোর্ড পরিচালকদের ব্যাপারে। সিদ্ধান্ত আসতে পারে জাতীয় দলের অধিনায়কত্ব ইস্যুতে। সূত্রের খবর অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে রেখে দেয়ার পক্ষে পরিচালকরা।

এছাড়া জাতীয় দলের জার্সিতে সাকিবের ভবিষ্যৎ নিয়েও এদিন হবে আলোচনা। সহকারী কোচ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। বুধবার বিকেল সাড়ে ৩টায় বিসিবি কার্যালয়ে শুরু হবে এই সভা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলে দায়িত্বে আসেন ফারুক আহমেদ, সেদিনের ইমার্জেন্সি মিটিং বাদ দিলে ২ মাস ৯ দিনের মাথায় চতুর্থবারের মতো বোর্ড সভা। সম্ভবত, বর্তমান বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাও হতে যাচ্ছে এটি। যে সভার জন্য ডাকযোগে পরিচালকদের বরাবর ইতোমধ্যে পৌঁছে গেছে আমন্ত্রণপত্র।

আজকের সভার মূল এজেন্ডা বিসিবির গঠনতন্ত্র। যেখানের অনুচ্ছেদ ১৫.২ ধারায় স্পষ্ট উল্লেখ আছে, নিদিষ্ট কারণ ব্যতিত কোনো পরিচালক পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। সে হিসেবে গেলো তিন মিটিংয়ে অনুপস্থিত পরিচালকদের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে এদিন।

জানা গেছে, এই ইস্যুতে করণীয় আর বিসিবি কিভাবে চলছে তা জানতে বোর্ডকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

এছাড়া সমর্থকদের আগ্রহের কেন্দ্রে থাকবে অধিনায়কত্ব ইস্যু। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন বোর্ড সভাপতিকে মৌখিকভাবে দায়িত্ব ছাড়ার ব্যাপারে জানিয়েছেন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত। এদিন বোর্ড মিটিংয়ে আলোচনা হবে অধিনায়কত্ব নিয়ে।যদিও সূত্রের খবর অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে অধিনায়ক হিসেবে চায় বিসিবি। তবে শেষ পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যেতে রাজি না হলে বিকল্প ভাবনায় থাকছেন কে, তাও জানা যাবে এদিন।

সভায় বিশেষ গুরুত্ব পাবেন সাকিব আল হাসান। টাইগার জার্সিতে তার ভবিষ্যৎ নিয়েও সিদ্ধান্তে আসার কথা নীতি নির্ধারকদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে না পারায় আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটা কি খেলে ফেলেছেন মিস্টার সেভেন্টি ফাইভ, উঠেছে এমন প্রশ্নও। হয়তো তার উত্তর আসবে এই সভা থেকে।

এর বাইরে আলোচনায় স্থান পেতে পারেন তামিম ইকবালও। যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান তবে তার ফেরার প্রক্রিয়া কেমন হবে? কেমন হবে আফগানিস্তান সিরিজের দল কিংবা বিপিএল।


একুশে সংবাদ/ এস কে

Link copied!