মিরপুর টেস্টে ফিফটির দেখা পেলেন উইয়ান মুল্ডার। বাংলাদেশের জন্য চরম অস্বস্তির কারণ হয়ে ওঠা এই দুই ব্যাটার সপ্তম উইকেট জুটিতে গড়েছেন শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের ১০৬ রানের জবাবে প্রোটিয়াদের সংগ্রহ ৬ উইকেটে ২১৭ রান। ভেরেইন্নে ৬৪ ও মুল্ডার ৪৭ রানে ক্রিজে আছেন। সপ্তম উইকেটে তারা ১১১ রানের জুটি গড়েছেন।
ব্যক্তিগত ৪৭ রানে জীবন পান মুল্ডার। নাঈম হাসানের বলে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মুমিনুল হক লাফিয়েও বল তালুবন্দিতে ব্যর্থ হন। এর আগে মঙ্গলবার ছয় উইকেটে ১৪০ রান নিয়ে সফরকারীরা দ্বিতীয় দিনের খেলা আরম্ভ করে। স্বাগতিক বোলাররা মিরপুরের উইকেটে সুবিধা আদায়ে সফল হননি।
একুশে সংবাদ/ এস কে