দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ দলের স্পিনারদের সাথে কাজ করতে আজ টাইগারদের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক লেগ-স্পিনার মুশতাক আহমেদ।
পাকিস্তানের সফরেও বাংলাদেশ দলের সাথে ছিলেন সিরিজ বাই সিরিজ বিসিবির সাথে কাজ করা মুশতাক। তবে ভারতের বিপক্ষে সিরিজে দলের সাথে ছিলেন না তিনি।
ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস আজ সাংবাদিকদের বলেন, ‘যখনই তাকে পাওয়া যাবে, তখনই সিরিজ বাই সিরিজ কাজ করবেন মুশতাক। সে এখন এখানে আছে। পরের সিরিজে কি হয়, সেটি আমরা দেখবো।’
এর আগে বিসিবি জানিয়েছিলো, এ বছরের শেষে কিংবদন্তি স্পিনারের সাথে দীর্ঘ মেয়াদি চুক্তি করবে। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘সম্ভবত আমরা এখনও তার সাথে দীর্ঘ মেয়াদী চুক্তি করিনি। কিন্তু আমরা এটি করতে আগ্রহী।’
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

