জয়ের হ্যাটট্রিকে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেট, দ্বিতীয়টিতে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয়ের পর সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জয় পেয়েছে রাবেয়া খানরা।
আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৯ উইকেটে মাত্র ৯৭ রানের বেশি তুলতে পারেনি। জবাবে শ্রীলংকা ৮ উইকেটে ৮৭ রানেই আটকে গেলে জয়ের স্বাদ পায় রাবেয়া খানের দল। তাতে পাঁচ ম্যাচ সিরিজে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে রইল সফরকারীরা।
টসে জিতে ব্যাটিংয়ে নামা সফরকারীরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের পক্ষে ২১ বলে সর্বাধিক ২৬ রানের ইনিংস খেলেন দিলারা আক্তার। স্বাগতিক ব্যাটাররা বাঘিনীদের বোলারদের তোপে সামনে দাঁড়াতে পারেনি।
প্রথম ম্যাচে ৭ উইকেটের সহজ জয় পেয়েছিল বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে ১০৪ রানের বিশাল জয় পায় টিম টাইগ্রেস। আগামী ১৭ ও ১৯ সেপ্টেম্বর হবে সিরিজের চতুর্থ এবং পঞ্চম ম্যাচ ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :