AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের ধাক্কা সামলে পাকিস্তানের লড়াই


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:১৪ পিএম, ২১ আগস্ট, ২০২৪
বাংলাদেশের  ধাক্কা সামলে পাকিস্তানের লড়াই

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করেছে স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন।  

বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের চার ঘন্টা পর শুরু হওয়া প্রথম টেস্টে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন হাসান। অফ-স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। পঞ্চম স্লিপে ডান-দিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন জাকির হাসান। ১৪ বলে ২ রান করেন শফিক। 

এরপর সপ্তম ওভারে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ৬ রানে সাজঘরে পাঠান শরিফুল। উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন মাসুদ। মাসুদের বিদায়ে ক্রিজে আসেন দলের সেরা ব্যাটার বাবর আজম। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই উইকেটের পেছনে লিটনের দারুন ক্যাচে শরিফুলের দ্বিতীয় শিকার হন বাবর। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। 

এ অবস্থায় দলের হাল ধরেন আরেক ওপেনার সাইম আইয়ুব ও সৌদ শাকিল। চতুর্থ উইকেটে জুটি বেঁধে পাকিস্তানের রান তিন অংকে নেন তারা। ৩২তম ওভারে আইয়ুব-শাকিলের ৯৮ রানের জুটি ভাঙেন হাসান। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে তৃতীয় স্লিপে মেহেদি হাসান মিরাজকে ক্যাচ দেন ৪টি চার ও ১টি ছক্কায় ৯৮ বলে ৫৬ রান করে।

দলীয় ১১৪ রানে সাইম ফেরার পর দিনের বাকী সময় ভালোভাবে পার করেন শাকিল ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৫টি চারে শাকিল ৫২ ও ২টি বাউন্ডারিতে ২৪ রানে অপরাজিত আছেন রিজওয়ান। 

শরিফুল ৩০ রানে ও হাসান ৩৩ রানে ২টি করে উইকেট নেন। পেস সহায়ক উইকেটে দিনের ৩ ওভার বাকী থাকতে বোলিংয়ে আসেন স্পিনার সাকিব আল হাসান। ২ ওভারে ১২ রান দেন তিনি। আরেক স্পিনার মিরাজ ৪ ওভারে দিয়েছেন ২৪ রান। 

সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান ১৫৮/৪, ৪১ ওভার (শাকিল ৫৭*, আইয়ুব ৫৬, শরিফুল ২/৩০, হাসান ২/৩৩)।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!